Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাহজাদাপুর ইউনিয়নের ইতিহাস



শাহজাদাপুর ইউনিয়নের ইতিহাস

 

নামকরণ:- ব্রাহ্মণব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল উপজেলার অন্তর্গত শাহজাদাপুর  ইউনিয়নের নামের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোন কিছু জানা নেই।

 

ভৌগলিক অবস্থা ও ইতিহাস: সরাইল উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন শাহজাদাপুর। এর দক্ষিণ-পূর্ব দিকে বিজয় নগর উপজেলা  একবারে দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং উত্তরে নাসিরনগর উপজেলা ।  পুরাতন ইউনিয়ন  ভবনের পশ্বিম পাশ দিয়ে বয়ে গেছে উপজেলা সদর রাস্তা এবং ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে তাৎপর্যপূর্ণ তিতাস নদী। কবিগণ তিতাস নদীর নামে ’’তিতাস একটি নদীর নাম ও উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল উপজেলা হইতে এর দূরত্ব প্রায় ১৫ কি:মি। উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে সিএনজি,রিক্সা, ও টেম্পু যোগে। ইউনিয়নের লোক সংখ্যা .... জন । এই ইউনিয়নের আয়তন .... বর্গ কি.মি। ইউনিয়নের প্রায় ৯০% লোক কৃষি নির্ভর। পানীয় জল হিসাবে  টিউব-ওয়েল বা নলকুপের পানি ব্যবহার করে। ইউনিয়নের ৮টি গ্রামের মধ্যে শিক্ষার হার প্রায় ৩৬%। এই ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম হচ্ছে শাহজাদাপুর , পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্টানের অভাবে শা্হজাদাপুর গ্রামের কোমলমতি ছেলে-মেয়েরা প্রাথমিক শিক্ষা থেকে প্রায় বঞ্চিত। স্যানিটেশন কভারেজ গড়ে ৫০% । এই ইউনিয়নের বেশীর লোকের অর্থনৈতিক অবস্থা ভাল না। অনেক লোক দরিদ্র সীমার নীচে বসবাস করছেন। তবে ইউনিয়নের সব মানুষই খুবই সহজ সরল পরিশ্রমী ও কর্মঠ। কাজের প্রতি তাদের আগ্রহ আছে। কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হলে এই ইউনিয়নের মানুষের জীবন- যাত্রার মান উন্নত করা সম্ভব ।